
মোহাম্মদ হসিব : কোচ ট্রেভর বেইলিসের নতুন উত্তরসূরি পেলো বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড। সব ফরম্যাটের জন্য হেড কোচ হিসেবে ক্রিস সিলভারউডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
বেশ কিছুদিন ধরে ক্রিস সিলভারউডের নাম শোনা যাচ্ছিল ইংলিশ গণমাধ্যমে। সোমবার অবশেষে চূড়ান্ত ঘোষণা করলো ইসিবি। হেড কোচের দায়িত্ব পাওয়ার আগে ইংলিশ দলের বোলিং কোচের পদে কাজ করেছেন সিলভারউড।
অ্যালেক স্টুয়ার্ট পদত্যাগের গত সপ্তাহের পর নতুন কোচ নিয়োগ দিলো ইংলিশরা। তালিকায় গ্যারি কারস্টেনকে থাকলেও, নির্বাচক প্যানেল সিলভারউডের উপর আস্থা রাখে।