দেশবাংলা
জমে উঠেছে রহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামে জমে উঠেছে রহুল আমিন স্মৃতি কদমতলী আন্তঃ ফুটবল টুর্নামেন্ট। প্রতিদিন মাঠে ছেলে মেয়েসহ হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।
নগরীর কদমতলী রেলওয়ে পাবলিক স্কুল মাঠে প্রতিদিন চলছে ২টি করে ম্যাচ। সোমবার অনুষ্ঠিত ম্যাচে দিনের প্রথম খেলায় এম এ ব্রার্দাসকে ৩-১ গোলে পরাজিত করে কাশ্মির ফাইটার্স, অপর খেলায় সুগন্ধা ফাউন্ডেশনকে ট্রাইবেকারে হারিয়ে জয় লাভ করে ইসতা ইশপা রয়েল কিংস।
কাশ্মির ফাইটার্সের পক্ষে মাইনুল আর ইসতা ইশপা রয়েল কিংসের পক্ষে সম্রাট সেরা খেলোয়াড হিসেবে নির্বাচিত হয়।