fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘ভারত ও চীনের সক্রিয় ভূমিকা আশা করছে সরকার’ 

রোহিঙ্গা সমস্যা সমাধানে

বাংলাদেশের মাটিতে কেউ সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ও চীনের সক্রিয় ভূমিকা আশা করছে সরকার।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী গেলো সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিশ্ব সম্প্রদায়ও অনুধাবন করছে। এ সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।

আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বাংলাদেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও দেশে মানুষের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করার দৃঢ় প্রত্যয়ও সংসদে ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা

সংশ্লিষ্ট খবর

Back to top button