fbpx
আন্তর্জাতিকএশিয়া

বাজেয়াপ্ত গাঁজা পোড়ানোর সময় নেশাগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাংশে বাজেয়াপ্ত টন টন গাঁজা নষ্ট করতে এক জায়গায় এনে পোড়ানোর সময়, সেই ধোঁয়ায় নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের বাসিন্দারা।

বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া তথ্য অনুযায়ী, একত্রিত করা সমস্ত ড্রাগে আগুন লাগিয়ে দেওয়ার পর তা থেকে নির্গত ধোঁয়ায় রীতিমতো নেশাগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সময় বাড়ার সাথে সাথে আচ্ছন্ন অবস্থা বাড়তে থাকে তাদের। খিদে পাওয়া, ভুল বকা, ঘুম পাওয়া, এমনকী যেখানে সেখানে ঘুমিয়েও পড়ে অনেকে।

জানা যায়, পোড়ানোর সময় গাঁজার সঙ্গে ছিল আড়াই হাজারেরও বেশি এক্সট্যাসি ট্যাবলেট এবং দুই পাউন্ড ক্রিস্টাল মেথ। এক্সট্যাসি ট্যাবলেট এক ধরনের কড়া নেশার ওষুধ।

ধোঁয়ার প্রভাব বাঁচতে নিজেদের জন্য গ্যাস-মাস্কের ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু ধোঁয়ায় যে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হতে পারে সেকথা পুলিশ ভাবেনি, এ নিয়ে নাগরিকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। অবশ্য ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button