
একটি পূর্ণাঙ্গ সিনেপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে শিল্পকলা কলা একাডেমির চিত্রশালার তিন তলায়। এছাড়াও প্রতি বছর দু’টি করে চলচ্চিত্র নির্মাণ করার অনুদান দেবে শিল্পকলা একাডেমি। এসব তথ্য জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী।
লিয়াকত আলী লাকী জানান, চিত্রশালার তিন তলায় একটি সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। টেন্ডার হয়ে গেছে। একমাসের মধ্যে বাকি কাজ চূড়ান্ত হবে। আর তিন মাসের মধ্যে ইট বসানো শুরু হবে।
তিনি আরও বলেন, নাট্যকলার চেয়ে চলচ্চিত্র এখন শক্তিশালী মাধ্যম। তাই আমরা চলচ্চিত্রকে ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বরাবর সিনেমা বানানোর টাকা চেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরাই আমাদের টাকা দিয়ে বছরে দুইটা চলচ্চিত্র নির্মাণ করবো।
এরপর প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকায় অপেরা হাউজ হচ্ছে। সেখানে সিনেপ্লেক্স রাখার বিষয়টি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।