fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

মহাকাশ থেকে তোলা কাবা শরিফের ছবি

সম্প্রতি মহাকাশ থেকে পবিত্র কাবা শরিফসহ কয়েকটি ছবি সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হাজ্জা আল মানসুরি নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে শেয়ার করেছেন।

পৃথিবী থেকে সাড়ে তিনশ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পবিত্র কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ মক্কা নগরীর ছবিটি তুলেছেন হাজ্জা আল-মানসুরি। এর আগে তিনি মহাকাশ থেকে আরব উপদ্বীপের একটি ছবিও পোস্ট করেন।

unnamed 1 1

মহাকাশ থেকে পবিত্র কাবার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি হাজ্জা ছবির ক্যাপশনে লিখেছেন, মুসলমানদের হৃদয়ে বসবাসকারী স্থান। সংযুক্ত আরব আমিরাতের এ স্বপ্নটি বাস্তবায়ন করতে হাজ্জার অবিরাম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে দেশটি।

75241228 734987370331514 3843523429546328064 n 1      458797 153 5

মহাকাশে নভোচারী হাজ্জা আল-মানসুরিকে তার সহকর্মীদের সঙ্গে আরবি পোশাকেও দেখা গেছে। এখন পর্যন্ত যে কয়জন মুসলিম মহাকাশে গেছেন, তাদের একজন গর্বিত সদস্য হলেন হাজ্জা আল-মানসুরি।

458797 153 6

সংশ্লিষ্ট খবর

Back to top button