আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
লিবিয়ার উপকূল থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তবে এদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন তা জানা যায়নি।
শনিবার আইওএম এক টুইটে জানায়, নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া এসব অভিবাসীরা তীরে এসে পৌঁছেছেন। এ নিয়ে গত কয়েকদিনে একই এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী।
আফ্রিকা ও এশিয়ার নাগরিকরা উন্নত জীবনযাপনের আশায় ইউরোপ পাড়ি দিতে লিবিয়া উপকূলকে বেঁছে নিচ্ছেন। সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা।