
শাওন রায় চৌধুরীর প্রযোজনায় এবং আরশিয়া আলমের উপস্থাপনায় বাংলা টিভি’র সেলিব্রেটি আড্ডা (Live Cafe) তে এবারের অতিথি হিসেবে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে, প্রচারিত হবে শুধুমাত্র বাংলা টিভির ফেসবুক পেইজে https://www.facebook.com/banglatv.tv/। সরাসরি আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলতে কিংবা আপনার মতামত জানাতে ‘বাংলা টিভির’ ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
লাইভ চলাকালীন সময়ে আপনার মতামত বা প্রশ্নটি কমেন্ট করুন, অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্টে আসিফ আকবর ওই প্রশ্নের উত্তর বা মতামত জানাবেন। এছাড়া ইউটিউবে সাবস্ক্রাইব করুন, http://bit.ly/SubscribeBanglaTV ।
এদিকে, সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত সংগীতনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। গেলো মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে ‘বাংলাঢোল’ নামে একটি প্রতিষ্ঠান।
প্রায় পৌনে দুই ঘণ্টার এই ছবিতে আসিফ আকবরের নয়টি গান ব্যবহার করা হয়েছে। আসিফ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, তানজিকা আমিন, তুলনা, আমান রেজা, কাজী আসিফ।
নূর, বাংলা টিভি