fbpx
বলিউডবিনোদন

প্রতিবাদী ট্যুইট করে তোপের মুখে পরিণীতি চোপড়া

এযাবৎকাল হয়তো গোটা দেশ বলিউড তারকাদের এরকম প্রতিবাদ দেখেনি। সিএএ আইনের প্রতিবাদ জানিয়েছেন বহু বলিউড তারকা। সঙ্গে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জেরও লাগাতার প্রতিবাদ জানিয়েছেন  বলিউড তারকারা।

সম্প্রতি, এ বিষয়ে জোরদার প্রতিবাদী ট্যুইট করে ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’-এর প্রচার কমিটির ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ পদ থেকে বাদ পড়লেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। এ প্রসঙ্গে পরিণীতি জন্মস্থান হরিয়ানার প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সূরজেওয়ালা বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ পদ থেকে পরিণীতিকে সরিয়ে দিয়ে কারও কণ্ঠরোধ করা যাবে না।

তীব্র প্রতিবাদ জানিয়ে পরিণীতির ট্যুইট ছিল, ‘ সিএবি বিল ভুলে যান, এখন এমন একটি বিল আমাদের পাশ করানো উচিত যাতে আমাদের দেশকে আর গণতান্ত্রিকই বলতে না পারেন কেউ ! আর নিজেদের মতপ্রকাশের জন্য নিরীহ মানুষদের পেটানো ? বর্বরতা !’

তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরিণীতি। কিছু জানানো হয়নি হরিয়ানা সরকারের পক্ষ থেকেও।

সংশ্লিষ্ট খবর

Back to top button