fbpx
বিএনপিরাজনীতি

১৪৪ প্রতিশ্রুতি ইশরাকের নির্বাচনী ইশতেহারে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এসময় বিশ্বমানের আধুনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমন্বিত ও কার্যকর ‘নগর সরকার’ বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ নেয়ার কথা জানান, ইশরাক।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ১৩ দফায় রয়েছে ১৪৪টি প্রতিশ্রুতি। জানান, কর্পোরেশনের যাবতীয় সেবাসহ নগরবাসীর জন্য বিষমুক্ত ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা হবে।

এরপর একে একে তুলে ধরেন নানা পরিকল্পিনা কথা। যারমধ্যে, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নের পাশাপাশি রয়েছে, নারীবান্ধব আধুনিক নগরী বাস্তবায়ন। তরুণ সমাজকে সাথে নিয়ে, নৈতিকতার শক্তি পুনরুদ্ধারের প্রত্যয়ও ব্যাক্ত করেন, ইশরাক।

নগরীর আপাত সমস্যাগুলো, গুরুত্ব বিবেচনায় ৩ মেয়াদের পরিকল্পনার কথাও জানালেন তিনি। এছাড়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ারও আশ্বাস দেনে ইশরাক।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button