fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন ট্রাম্পের

ফিলিস্তিনের বারবার প্রত্যাখ্যানের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মঙ্গলবার এই পরিকল্পনা তুলে ধরেন।

এসময় ট্রাম্প বলেন, শান্তির পথে ইসরায়েল আজ বড় পদক্ষেপ নিয়েছে। তার লক্ষ্য উভয়ের জন্য সমান সুযোগের সমাধান হাজির করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের নেতারা এই প্রস্তাবকে সমর্থন করবেন। ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনিরা দারিদ্র্যতা ও সহিংসতার মধ্যে বাস করছে।

যারা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়াতে চায় তাদের দাবার ঘুটি হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে। ট্রাম্প দাবি করেন, এই প্রথমবারের মতো ইসরায়েল একটি ধারণামূলক মানচিত্র প্রকাশ করতে রাজি হয়েছে।

শান্তি স্থাপনের জন্য নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতে সম্মতও হয়েছে। ওই মানচিত্রে ফিলিস্তিনি ভূখণ্ড দ্বিগুণ হবে এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের রাজধানী থাকবে এবং যুক্তরাষ্ট্র গর্বের সঙ্গে সেখানে দূতাবাস চালু করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button