fbpx
নির্বাচনবাংলাদেশ

ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণার অপেক্ষায় দুই সিটি

সম্পন্ন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। শনিবার সকাল ৮টা থেকে শুরু করে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

ইসি সূত্র অনুযায়ী, ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।

অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫ এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আর ভোটকক্ষ ৮৭৬টি

সংশ্লিষ্ট খবর

Back to top button