
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৬১৯ টি কেন্দ্রে আতিকুলের প্রাপ্ত ভোট- ২,০০,৯৬৯। আর তাবিথ পেয়েছেন, ১,২৫,২৬২। অন্যদিকে, ঢাকা দক্ষিণ ৯৭৯টি কেন্দ্রে তাপসের মোট প্রাপ্ত ভোট- ৩,৬৫,০৩২ আর ইশরাক পেয়েছেন, ১,৯৭,৭৭৫ ভোট। উত্তরে মোট কেন্দ্রের সংখ্যা- ১৩১৮ আর দক্ষিণে-১১৫০ টি কেন্দ্র ভোট গ্রহণ করা হয়েছে।
দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন ও কাউন্সিলর প্রার্থী ৬৭৭ জন। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়াই করেছেন ১৫৯ জন। মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। ২ হাজার ৪৬৮ কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। এজন্য ব্যবহার করা হয় ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।