fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-আফগান যুদ্ধবিরতি

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালেবানদের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এই চুক্তি চূড়ান্ত হয়।

যদি এ সাময়িক চুক্তি বাস্তবায়িত হয় তাহলে তা শান্তি চুক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হতে পারে। টেলিভিশন ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘোষণা দেন।

এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র হামদুল্লাহ মোহিব জানান, সাময়িক চুক্তির সময়ে আফগান সেনাবাহিনী আইএসের মতো অপর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে স্বাভাবিক সামরিক অভিযান অব্যাহত রাখবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, এই সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button