fbpx
অন্যান্যবাংলাদেশ

মধ্যপ্রাচ্যের সাথে ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেলেও দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বাতিলের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে চীনে অবস্থানকরা বাংলাদেশিদের সেখানে থাকাই উত্তম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনাভাইরাস বা কোভিড-১৯ শনাক্তে ৫শ কিট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন। এসময় তারা এসব কথা বলেন।

পরে প্রেস ব্রিফিংয়ে করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাইরাস শনাক্ত করতে আরও কিট আসবে। এছাড়া দেশে কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলে ঢাকা- কুয়েত মৈত্রী হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হবে, এজন্য হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষার জন্য বাংলাদেশকে ৫শ কিট দিয়েছে চীন। এ নিয়ে সরকারের কাছে করোনাভাইরাস পরীক্ষায় প্রাপ্ত কিটের সংখ্যা দাড়ালো আড়াই হাজার। দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস শনাক্ত করার কিটগুলো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সংশ্লিষ্ট খবর

Back to top button