
‘মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ এই প্রতিপাদ্যে সারা দেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ট্রাক শো অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
শেষে ভোক্তাদের সচেতন করার লক্ষে একটি ট্রাক-শো বিভিন্ন সড়ক পরিক্রমা করে। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামানের সভাপতিত্বে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলামসহ, অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।
এদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজুমারস এসোসিয়েশন উপজেলা শাখার সহযোগীতায়,সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অন্যদিকে, টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রসাশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।