fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

করোনার প্রভাব পড়েছে কাঁচাবাজারে

করোনা আতংকে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। বর্তমানে ক্রেতা অনেকটাই কমে গেলেও নিত্যপণ্যের দাম এখনো চড়া। বাজারে মাছের দাম তুলনামূলক স্বস্তির, তবে বেড়েছে সবজির দাম। আর গরু-খাসি মাংসের দোকানগুলো বেশিরভাগই বন্ধ।

রাজধানীর অলিগলির দোকানপাট প্রায় বন্ধ, সাথে কাঁচাবাজারের চিত্রও পাল্টে গেছে, করোনাভাইরাস আতঙ্কে। একরকম থমকেই গেছে নিত্যপন্যের সরবারাহ। প্রয়োজনের তাগিয়ে ক্রেতারা বড় বাজারে ছুটে আসলেও সাধ্যমতো পণ্য কিনতে পারছেন না। দাম এখনো চড়া।

নগরীর মুল পাইকার বাজারগুলোতে পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও করোনাভাইরাসের দোহাই দিয়ে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

কিছুটা স্থির রয়েছে মাছের বাজার। সরবারহ কম থাকায় বেড়েছে সবজীর দাম। এমন অবস্থা আরও কিছু দিন থাকলে বাজারে বড় ধরণের প্রভাব পরতে পারে বলে আশঙ্কা করছেন ব্যসায়িরা।

বাজারে নিত্যপন্যের দামের নিয়ন্ত্রণে রাখতে তদারকি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের।


বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button