fbpx
আন্তর্জাতিকএশিয়া

দেশে ফিরে গেলেন ৩২৭ জাপানি

করোনা ভাইরাসের  আতঙ্কে এবার বাংলাদেশ ছাড়লেন ৩২৭ জন জাপানি নাগরিক। বৃহস্পতিবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ত্যাগ করেন।

ওই ফ্লাইটে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত ৩২৭ জন জাপানি নাগরিক রয়েছেন। করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

এর আগে গত ৩০ মার্চ  কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন।

এর আগে ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দু’টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button