fbpx
পড়াশোনাবানিজ্য সংবাদবাংলাদেশ

ক্রেতাশূন্য বাজার দাম নিম্নমূখী

 

করোনার প্রভাবে অনেকটাই ক্রেতাশূণ্য হয়ে পড়েছে রাজধানীর অধিকাংশ কাচাবাজার।  পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দামও হাতের নাগালে। মাছ, মাংস, কাচা সব্জিসহ যে কোন সব্জি স্বাভাবিকের তুলনায় রয়েছে সহনীয় পর্যায়ে। অপরিবর্তিত রয়েছে ডিম, আলু, পেয়াজ, রসুনসহ বিভিন্ন পণ্যের দাম। স্থিতিশীল রয়েছে চালের বাজার।

করোনার প্রভাবে এখন রাজধানীর কাচাবাজারগুলো হয়ে পড়েছে ক্রেতাশুন্য।নিতান্তই প্রয়োজনের তাগিদের বের হচ্ছেন কিছু ক্রেতা।     

বেশ কয়েকদিন ধরেই বেগুন, বরবটি, করলা, পটল, ফুলকপি, বাধাকপি, ছিম, শষা, গাজর, টমেটোসহ বিভিন্ন কাচা সব্জির দাম তুলনামুলক কম। তবে চড়া দামে বিক্রী হচ্ছে লেবু। যার প্রতি হালি বিক্রী হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

সহনীয় পর্যায়ে রয়েছে সব ধরণের মাছের মুল্য। নববর্ষকে সামনে রেখে কোন প্রভাবই পড়েনি বাজারে।  আসন্ন রমজানে পর্যাপ্ত মজুদ রয়েছে মুদি পণ্যের। স্থিতিশীল রয়েছে দামও।

সরকারের বেধে দেয়া দামেই বিক্রী হচ্ছে গরু ও খাসীর মাংস।  প্রতিহালি ডিম  ২৮ টাকা দরে বিক্রী হচ্ছে। মূল্য অপরিবর্তিত চাউলের বাজার।

     

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button