fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

করোনা প্রভাবে পোশাক খাতে বাতিল হচ্ছে বিদেশী অর্ডার

মহামারি করোনা ভাইরাসের কারনে বিশ্বে  মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। এর প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকখাতেও, একের পর এক বাতিল হচ্ছে বিদেশী পোশাক খাতের অর্ডার।

শুক্রবার পর্যন্ত দেশের এক হাজার ৯২টি কারখানায় তিন বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এছাড়া আর্থিক সংকটের কারণে গত ১৪ মাসে সদস্যভুক্ত ১০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।

বিজিএমইএ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে এখন পর্যন্ত মোট এক হাজার ৯২টি কারখানার ৯৪৩ কোটি ১২ লাখ টাকার অর্ডার বাতিল হয়েছে। আর এসব কারখানায় ২০ লাখ ১৬ হাজার শ্রমিক রয়েছে।

করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ অবস্থা দেশের পোশাকখাতে বিরাজমান। বিভিন্ন দেশ থেকে সব ক্রেতারা তাদের সব ক্রয়াদেশ আপাতত বাতিল করছেন। বড় ধরনের সংকট তৈরি হয়েছে এ খাতে।

এর আগে ২৬ মার্চ শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএ।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক বানাতে কারখানাগুলো খোলা থাকবে। পাশাপাশি খোলা রাখা কারখানাগুলোতে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের সব দায়িত্ব মালিকদের নিতে হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button