fbpx
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

আড়াই লাখেরও বেশি মানুষ করোনা জয় করেছেন

বিশ্বে প্রতিদিনই যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। যদিও মৃতদের অধিকাংশই ষাটোর্ধ্ব। আবার সেরেও উঠছেন অনেকে। সব মিলিয়ে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সম্প্রতি ৯৩ বছর বয়সী স্প্যানিশ এক বৃদ্ধ সুস্থ হয়ে ফিরছেন বাড়ি। ইতালিতেও ১০১ বছরের এক বৃদ্ধ সেরে উঠেছেন। যা আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের।

১৯১৯ সালে জন্ম নেয়া ওই ব্যক্তি জানান, মনের জোর থাকলে রোগ সহজে কাউকে কাবু করতে পারে না। এছাড়া ৭১ বছর বয়সী ব্রিটেনের প্রিন্স চার্লসও করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন সম্প্রতি।

এদিকে, ভারতেও ৯৩ ও ৮৮ বছর বয়সী দম্পতি করোনামুক্ত হয়ে বাড়ি গেছেন। দেশটিতে এমন নজির বেশ কয়েকটি। ইরানেও অনেক বয়স্ক সেরে উঠেছেন করোনা থেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৯৫ শতাংশই ৬০ বছরের বেশি বয়সী। তবে এ সংখ্যা ধীরে ধীরে কমছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন বৃদ্ধরাও।

বিশ্লেষকরা বলছেন, করোনা শুধু বয়স্কদের জন্যই প্রাণঘাতী এমনটা ভাবার কারণ নেই। কম বয়সীদের জন্যও রোগটি মারাত্মক হতে পারে। সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসাই পারে রোগীকে সুস্থ করে তুলতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button