fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

নিউজার্সিতে মৃতের সংখ্যা ১ হাজার ৯৩২, আক্রান্ত ৫৪ হাজার ৫৮৮

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে। রাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫৮৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৩২ জনে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে রাজ্যটি এখন আমেরিকার ২য় স্থানে রয়েছে।

নিউজার্সি অঙ্গরাজ্যে, এখন পর্যন্ত ১ জন নারীসহ মোট ৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তারা সবাই হাসপাতাল ও নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। করোনা নিয়ে দেশটিতে বসবাসরত সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান, প্রবাসীরা। তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি বংশোদ্ভূত -আমেরিকান এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঠিক সংখ্যা ও তথ্য কারো জানা নেই।

আতংক আর থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন সিটিতে। সেখানকার প্রবাসী বাংলাদেশীদের দিন কাটছে, চরম উদ্বেগ আর উৎকন্ঠায়। তবে নিউজার্সিতে বসবাসকারী অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা বাড়ির ভেতরেই অবস্থান করছেন।

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button