fbpx
বিশ্ববাংলা

পর্তুগালে বাংলাদেশিদের সচেতনতামূলক আলোচনা সভা

পর্তুগালে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে বাঙালী অধ্যুষিত এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন লিসবন সিটি কাউন্সিলর সান্তা মারিয়া, মাইওরের প্রেসিডেন্ট ড. মিগেল কয়েলু, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকসহ আরো অনেকে।

বৃহস্পতিবার রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত বেনফরমসো রোড এলাকায় দেশটির প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক সচেতনতামূলক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত এই ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন। বাঙালি অধ্যুষিত ওই এলাকায় অসতর্ক বিচরণের ফলে সম্প্রতি ১১ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়াও সান্তা আপলোনিয়াতে ৫ জন এবং অন্যান্য জায়গায় আরও ৫ জনসহ মোট ২১ জন বাংলাদেশী এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন থেকে খবর পাওয়া গেছে। তাই বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কাউন্সিল এই জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button