বাংলাদেশ
গণস্বাস্থ্যের অভিযোগ সত্য নয়: ওষুধ প্রশাসন অধিদপ্তর

করোনা টেস্ট কিট উৎপাদন বাধাগ্রস্ত করা নিয়ে গণস্বাস্থ্যের অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
করোনা টেস্ট কিট বিষয়ে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশেই র্যাপিড টেস্টিং কিটের অনুমোদন দেয়নি। সরকার শুরু থেকে সংস্থাটিকে সহযোগিতা করছে, এখনো করতে প্রস্তুত বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
ঘুষ দেয়া প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ’র অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে হেয় প্রতিপন্ন করেছেন বলে মন্তব্য করেন মাহবুবুর রহমান।
বাংলা টিভি/রাসেল