fbpx
বাংলাদেশ

রাজধানীতে যানবাহন ও মানুষের চলাফেরা কিছুটা বেড়েছে

বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে যানবাহন ও মানুষের বাইরে চলাফেরা কিছুটা বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিয়ম অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া সচেতনতা প্রচারণা অব্যাহত আছে।

করোনা মোকাবেলায় ঘরে থাকার নির্দেশনা থাকলেও জীবন ও জীবিকার তাগিদে সর্বোচ্চ সতর্কতা মেনে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, বাংলাদেশে নতুন করে ৭৮৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৯২৯ জনে। আর গত ২৪ ঘন্টায় মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি।

সংশ্লিষ্ট খবর

Back to top button