fbpx
দেশবাংলা

আবার ঢাকায় পাঠানো হলো ঢাকা ছেড়ে যাওয়াদের

ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় বিভিন্ন জেলার মানুষকে উল্টোপথে আবারো ঢাকায় পাঠিয়ে দিচ্ছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বিকেলে পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি মিনিবাসে ৩৫ জন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। এরা ঢাকা থেকে মানিকগঞ্জে এসে পায়ে হেটে পাটুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিল।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। করোনা ভাইরাসের কারণে জেলায় চলমান লকডাউনকে জোরদার করতে এই কার্যক্রম হাতে নিয়েছে জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: হাফিজুর রহমান জানান, এক জেলা থেকে অন্য জেলা বা উপজেলাতে এখন প্রবেশ নিষেধ থাকলেও ঢাকা ও আশপাশ থেকে অনেক মানুষ পাটুরিয়া ফেরি ঘাটের উদ্দ্যেশে যাচ্ছিল।

যানবাহন না চলাচলের কারণে অনেকে পায়ে হেটেই পাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন। পায়ে হাটা এসব মানুষকে ঢাকার দিকেই ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।

সংশ্লিষ্ট খবর

Back to top button