fbpx
দেশবাংলা

টঙ্গীতে বন্দুকযুদ্ধে ধর্ষক নিহত

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে শিশু ধর্ষণের পর হত্যার মূল আসামি আবু সুফিয়ান (২২) নামের একজন নিহত হয়েছে। এসময় তিন রাউন্ড গুলি ও একটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

নিহতের নাম আবু সুফিয়ান (২১)। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামে। সে টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকত।

র‌্যাব-১’র পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেলগেইট এলাকার একটি ময়লার স্তুপ থেকে চাদনী (৭) নামে প্রথম শ্রেনীর মাদ্রাসার ছাত্রী কে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করায় মোঃ নিলয় (১৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গত রবিবার রাত সাড়ে ২টার সময় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে মধুমিতা রেলগেইট এলাকায় ১২টার দিকে অভিযান চালালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মূল আসামী আবু সুফিয়ান।

সে একজন সিরিয়াল ধর্ষক। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণসহ ছিনতাই ও নানা অপরাধের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে এই কর্মকর্তা।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button