fbpx
অন্যান্যবাংলাদেশ

২৪ ঘন্টায় শনাক্ত প্রায় ৩ হাজার, আক্রান্ত ছাড়িয়েছে অর্ধলক্ষ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের। আর, ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৯১১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২,৪৪৫ জনে।

মঙ্গলবার (২রা জুন) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানান প্রধানমন্ত্রী।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৫৬ জন। এখন পর্যন্ত মোট প্রানহানি ৩ লাখ ৭৭ হাজার। ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে এক লাখ ৩ হাজার মানুষ। আর নতুন সুস্থ হয়েছেন ৫৫ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৬১ হাজার। তবে বিশেষজ্ঞরা বলেছেন স্বস্তির বিষয় হলো, সব দেশেই তুলনামূলকভাবে কমে এসেছে মৃত্যুহার।

সংশ্লিষ্ট খবর

Back to top button