fbpx
বিশ্ববাংলা

টানা লকডাউনে শিশুদের মানসিক সমস্যার আশঙ্কা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি শিশুরা টানা লকডাউনে হাপিয়ে উঠেছে। জানা যায়, দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে একটানা লকডাউন থাকায়, প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের মধ্যে, শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।

আফ্রিকা মহাদেশের মধ্যে সর্বাধিক সংখ্যক সংক্রমিত দেশগুলোর অন্যতম, দক্ষিণ আফ্রিকা। জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। করোনা প্রাদূর্ভাব শুরুর পর, গত মার্চ মাসের শেষদিকে বন্ধ করে দেয়া হয়, দেশটির সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আরোপ করা  হয় নানা বিধিনিষেধ।

ফলে, স্কুলের শিশুকিশোরদের লেখাপড়ায় পিছিয়ে পড়ার পাশাপাশি, দৈহিক ও মনোগত নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেকেই আসক্ত হয়ে পড়ছে মোবাইল, গেমসসহ নানা যন্ত্রের প্রতি। ফলে, তাদের স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনায় ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button