fbpx
অন্যান্যবাংলাদেশ

নতুন শনাক্ত ২,৯৪৯, মৃত্যু ৩৭

দেশে, একদিনে আরো ২ হাজার ৯৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় ৩৭ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ২৭৫। আর নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়। এসময় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

তাদের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৪৯ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। সেই সঙ্গে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ২৭৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন।সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।

অন্যদিকে, করোনা মহামারির সার্বক্ষণিক হিসাব প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এ ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ২৪ লাখ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭২ লাখ ২৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ ৫৪ হাজার মানুষের।

সংশ্লিষ্ট খবর

Back to top button