fbpx
আওয়ামী লীগরাজনীতি

সাহেদকে অবশ্যই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যত ক্ষমতাবানই হোক না কেন সাহেদ কে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারের এ হুঁশিয়ারি দেন তিনি। এসময় অপরাধীকে তাঁর কৃতকর্মের জন্য সাজা পেতেই হবে বলেও জানান তিনি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের অপরাধের তদন্ত শেষে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা একে একে সিলগালা করে দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে শাহেদের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button