fbpx
বিশ্ববাংলা

আবারো সমুদ্রপথে ইতালী পৌছেছেন ৩৬২বাংলাদেশি

সমুদ্রপথে ইতালী পৌছেছেন আরো ৩৬২ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি। গত এক সপ্তাহে আকাশ পরিস্কার থাকায় ভূমধ্যসাগরে খুব একটা ঢেউ ছিলো না। সমুদ্র শান্ত থাকার এই সুযোগ নিয়ে উত্তর আফ্রিকার তিউনিশিয়া ও লিবিয়া থেকে ছোটো ছোটো নৌকায় ইতালী পৌছেছেন তারা।

ইতালী সরকার এবছর অবৈধদেরকে বৈধতা দেয়ার ঘোষণা দেয়ায়, শত শত বাংলাদেশি এখন এসব রুট ব্যাবহার করে ইতালীতে প্রবেশ করছেন। সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনাও তাদেরকে আতঙ্কিত করতে পারছে না।

আন্তর্জাতিক অভিবাসন  সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এ সপ্তাহে ৫ শতাধিক অভিবাসী ইতালী পৌছেছে। তাদের মধ্যে ৩৬২ জনই বাংলাদেশি। উদ্ধারকৃত এসব অভিবাসন প্রত্যাশীকে সিসিলিতে আটক রাখা হয়েছে। তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button