fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু

মঙ্গলবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার।

প্রতিদিন কমপক্ষে ১০ বার জীবানুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। হজের জন্য নির্দিষ্ট অন্য শহরগুলোর পরিচ্ছন্নতায় কাজ করছেন ১৩ হাজার কর্মী। এছাড়া মুসল্লিদের সেবায় ২৮টি কেন্দ্র খোলা হয়েছে।

সৌদি আরবে বসবাসরত ২০ থেকে ৫০ বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। এদের, ৭০ ভাগই প্রবাসী বাকি ৩০ শতাংশ দেশটির নাগরিক। হাজীদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার।

এবার হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের  খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদিত হবে। তবে করোনার কারণে ছোঁয়া যাবেনা কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়াও এবার নিষিদ্ধ। নামাজ পড়তে আনতে হবে নিজস্ব জায়নামাজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button