fbpx
ক্রিকেটখেলাধুলা

রঙ্গিণ পোশাকে ফিরছে ক্রিকেট

টেস্টের পর এবার ক্রিকেট ফিরছে রঙ্গিণ পোশাকে। ২০২৩ বিশ্বকাপের জন্য আয়োজিত ওয়ানডে সুপার লিগে ইংলিশদের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাতটায়।

শেষ পাঁচবারের দেখায় পরিত্যক্ত একটি ম্যাচ বাদে চারবারই জয় থ্রি লায়ন্সদের। তার মধ্যে দুই জয় আইরিশদের ঘরের মাঠে। নিশ্চিতভাবে এ ম্যাচে ফেভারিট স্বাগতিকরাই। ইংল্যান্ডের ভরসার জায়গা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে জনি বেয়ারস্টো এবং জেসন রয়ের দুর্দান্ত পারফম্যান্স।

অন্যদিকে, বল হাতে উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রায়ানদের পরীক্ষা নিতে প্রস্তুত আদিল রশিদ, সাকিব মাহমুদরা। আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়ান অবশ্য দুই দলের শক্তিমত্তার ব্যবধান নিয়ে এতটা চিন্তিত নন। প্রায় দশ বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি।

এ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লিগ। লিগের এই ম্যাচগুলোতে জয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ বাতিল কিংবা টাই হলে দুই দলই পাবে পূর্ণ পয়েন্টের ভাগ। স্বাগতিক দেশ ভারত ছাড়া বাকি সব দেশকেই খেলতে হবে এই লিগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button