fbpx
বিশ্ববাংলা

সুইজারল্যান্ডে গীর্জার হলে ঈদের জামাত

সুইজারল্যান্ডের জুরিখে করোনা মহামারির কারণে খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও, বিশেষ সর্তকতায় স্বাস্থবিধি এবং সামাজিক দূরত্ব মেনে স্থানীয় একটি গীর্জার হলে দুটো জামাত অনুষ্ঠিত হয়।

করোনা সংক্রমন সর্তকতায় আগেই জানিয়ে দেয়া হয়েছিল, ঈদের এই বিশেষ জামাত দুটোতে কোন শিশু এবং নারীরা উপস্থিত থাকতে পারবেন না। সে কারণে কেবলমাত্র কিশোর এবং প্রাপ্তবয়স্ক পুরুষ মুসল্লীগণই এই জামায়াতে অংশ নেন।

পূর্বেই উপস্থিত সব মুসল্লীদের রাখতে হয়েছে, ব্যক্তিগত পরিচিতি, ফোন এবং ইমেইল আইডি এবং পরিধান করতে হয়েছে বাধ্যতামূলক মাস্ক। দুটো জামাতেই প্রবাসী বাংলাদেশি মুসল্লীদের উপস্থিতি ছিল ভরপুর।

সুইজারল্যান্ডের জুরিখে নিজেদের নিজস্ব মসজিদ বা ইসলামী সেন্টার না থাকায়,প্রবাসী বাংলাদেশীদের এই ঈদের জামাতটি বেশ কয়েক বছর ধরেই একাধিক গীর্জার হলে অনুষ্ঠিত হয়ে আসছে।

সুলতানা তানজিন, সুইজারল্যান্ড প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button