fbpx
বিশ্ববাংলা

সংসারে শেষ হালটিও ভেঙে পড়লো বোমার আঘাতে

পরিবারের কথা চিন্তা করে ভাগ্য বদলের আশায় পাঁচ বছর আগে লেবানলের বৈরুতে পাড়ি জমা নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকার রাশেদ। অভাব অনটনের সংসারে একমাত্র হাল ধরার দায়িত্বে ছিলেন তিনি।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লেবাননে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির মধ্যে মৃত্যুর মিছিলে নাম লেখান তিনিও। হাসপাতালে রাশেদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর খবর পৌঁছে যায় পরিবারের মাঝে। সেই থেকেই চলছে পরিবারের মাঝে শোকের মাতম আর প্রতিবেশীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।

নিহতের রাশেদের মা জানান, মেয়ের মোবাইলেই ঈদের এক সপ্তাহ আগে কথা ছিল রাশেদের মাকে মোবাইল কিনে দেয়ারও কথা বলেন তিনি সেই কথা সেই কথাই মনে করে কাদঁছে মা।

তার বোন ও প্রতিবেশীরা জানায়, ভাই রাশেদই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ছিলেন। অসহায় পরিবাটির কথা চিন্তা করে সে এখনো তিনি বিয়েই করেননি। সরকারের কাছে দাবি দ্রুত তার লাশটি দেশে ফিরিয়ে আনা এবং অসহায় পরিবারকে সহযোগীতা করার।

হাসান মজুমদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button