
ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতার দোনেস্ক ও সেভিয়া। বাসেলকে ৪-১ গোলে হারিয়েছে শাখতার। আর উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয় সেভিয়ার।
এফসি বাসেলের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যায় শাখতার। গোল করেন জুনিয়র মোরেস আর টাইসন। ৭৫ মিনিটে অ্যালান প্যাট্রিকের পর ডোডোর গোলে ৪-০ ব্যবধানে লিড নেয় ইউক্রেনের ক্লাবটি। ইনজুরি টাইমে এক গোল শোধ দেয় বাসেল।
এদিকে, উলভারহাম্পটনের ইউরোপা লিগ যাত্রা থেমেছে শেষ আটে। ১৩ মিনিটে উলভসের হয়ে পেনাল্টি মিস করেন রাউল হিমিনেজ। ৮৮ মিনিটে লুকাস অকামপোসের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সেভিয়ার। এই নিয়ে সপ্তমবার আসরের সেমিফাইনাল নিশ্চিত করলো সেভিয়া।