fbpx
আন্তর্জাতিকএশিয়া

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৯ লাখ ৬৫ হাজার প্রায়

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ লাখ ৬৫ হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ৪ হাজার রোগি। আড়াই লাখ নতুন আক্রান্তে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ১২ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ মানুষ।

দৈনিক মৃত্যু আর সংক্রমন শনাক্তে এখনো শীর্ষে এখনো ভারত। গত একদিনেও ১১শ’র বেশি করোনা রোগির মৃত্যু হয়। দেশটিতে মোট প্রাণহানি ৮৮ হাজারের মতো। নতুন ৮৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন ভাইরাস।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৫ জনের মৃত্যু দেখছে মেক্সিকো। এদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অনেকটাই কমে এসেছে করোনায় দৈনিক প্রাণহানির সংখ্যা।

সংশ্লিষ্ট খবর

Back to top button