fbpx
টলিউডবিনোদন

আইসিইউ’তে সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রাণঘাতী ক্যান্সারকে জয় করে করোনা ভাইরাসের সঙ্গে লড়ছেন ৮৫ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার শরীরে দিনে ১০ লিটার অক্সিজেন লাগছে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম।

করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শুরু হয়েছে প্লাজমা থেরাপি। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে কনভালসেন্ট প্লাজমা প্রয়োগ করা হয়েছে।

শুক্রবার অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ৮৫ বছরের বর্ষীয়ান অভিনেতার রক্তচাপ ওঠানামা করছিল, এমনকি কমে গিয়েছিল অক্সিজেনের মাত্রাও। তাই তাকে আইসিইউ’তে স্থানান্তর করে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

শনিবার তার সামান্য উন্নতি হয়। তাঁর পরিবার জানিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ এখন স্বাভাবিক রয়েছে। তবে চিকিৎসক দলকে ভাবাচ্ছে প্রবীণ অভিনেতার ক্যান্সার-রক্তচাপ-সুগার-সিওপিডির মতো একাধিক কো-মর্বিডিটি। তাঁকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একই সঙ্গে চিকিৎসকরা আশ্বস্তও করছেন, ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button