fbpx
দেশবাংলা

বাউফলে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপের কামড়ে রেক্সনা বেগম (৩০) নামের এক গৃহবধু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেক্সনা ওই গ্রামের হোসেন মোল্লার স্ত্রী। হোসেন মোল্লা পেশায় রিক্সাচালক, তাদের তিন পুত্র সন্তান রয়েছে।

নিহতের পারিবারিক সুত্রে জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রেক্সনা নিজ বসত ঘরে হাটাচলা করতে গিয়ে মাটির মেঝের ওপর ছোট একটি গর্তে পা পড়লে পাটি মাটিসহ দেবে যায়। এ সময় গৃহবধু রেক্সনা চিৎকার দিলে প্রতিবেশিরা দৌড়ে এসে দেখেন রেক্সনা অজ্ঞান হয়ে পড়ে আছে।

স্থানীয় ভাবে বিভিন্ন চিকিৎসা দিতে গিয়ে রেক্সনার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত দুপুর বারোটার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্বামী হোসেন মোল্লার ধারনা মাটির ওই গর্তে হয়ত সাপের অবস্থান ছিল। সাপ আঘাত পেয়ে রেক্সানাকে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এসএম সায়েম বলেন, বিষাক্ত কোন সাপের কামড়ে রেক্সনার শরীরে বিষক্রিয়া সৃষ্টি হওয়ায় তার মৃত্যু হয়েছে।

কৃষ্ণ কর্মকার,বাউফল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button