fbpx
আইন-বিচারবাংলাদেশ

হাজী সেলিমের ছেলে ইরফান র‌্যাব হেফাজতে

রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

এর আগে সোমবার ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় সেলিমসহ চারজনের নামে মামলা দায়ের করেন। সেই মামলায়  সোমবার দুপুরে হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেফতারের উদ্দেশে  হাজী সেলিমের বাসায়  অভিযান শুরু করে র‌্যাব।

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় হাজী সেলিমের ছেলে ইফরানের গাড়ি মোটরসাইকেলে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান ও তার স্ত্রীকে ধাক্কা দেয়।

পরে নৌ কর্মকর্তা ওয়াসিম ধাক্কা সামলে গাড়িটির সামনে দাড়ালে তাকে বেধড়ক মারধর করে হাজি সেলিমের ছেলে ইফরান সেলিম ও তার সহযোগিরা। রাতেই ধানমণ্ডি থানায় জিডি করেন ভুক্তভুগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম।

এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিস্তারিত আসছে…

সংশ্লিষ্ট খবর

Back to top button