মেহেরপুরে স্ট্যাম্প ব্যাবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
মেহেরপুরর গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার (ব্যাবসায়ী) নুর ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাকাসী। বুধবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, পেীর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ ছাত্রীলীগের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি গাংনী বাস ষ্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে সমাবেশে অংশ গ্রহন করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকালে বক্তারা বলেন, জাল স্ট্যাম্প বিক্রিসহ সিন্ডিকেটের মাধ্যমে সরকারি নির্ধারিত মুল্যের অতিরিক্ত টাকা হাতিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন স্ট্যাম্প ভেন্ডার গাংনীর জুগিন্দা গ্রামের নুর ইসলাম।
তার এই অবৈধ অর্থ খরচ করছে বিএনপি জামাতের সাংগঠনিক কাজে। এছাড়াও তিনি বিভিন্ন পন্থায় মানুষ ঠকিয়ে অর্ধশত বিঘা জমির মালিক হয়েছেন। গোয়েন্দা বিভাগসহ প্রশসানিক তদন্তের মাধ্যমে নুর ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনেরও দাবি জানানো হয় সমাবেশে।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব উপস্থিত ছিলেন।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি