fbpx
দেশবাংলা

বাউফলে সাত জেলের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষেধাজ্ঞা অমান্যকরে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অপরাধে সাতজন জেলের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, বাখেরগঞ্জ উপজেলার সবুজ মোল্লা, হাসান খান, ও বাউফল উপজেলার, আব্দুল আজিজ, শংকর দাস, খোকন হাওলাদার, মো. শাহাবুদ্দীন বিশ্বাস, মো. আব্দুর রহিম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

পটুয়াখালীর র‌্যাব-৮ এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার মো. রবিউল ইসলামের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান করা হয়।

অভিযানে ইলিশ শিকারের অপরাধে সাত জেলেকে আটক করা হয় এবং এ সময় জেলেদের কাছ থেকে ২,০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জাল পুড়িয়ে ফেলে মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button