fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

৩১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশও। এখন পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। আর ডোনাল্ড ট্রাম্পের পকেটে গেছে ২১৩টি ভোট।

জিততে হলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে প্রার্থীকে। সেক্ষেত্রে পরবর্তী মার্কিন প্রেসিন্ডেট হিসেবে বাইডেনকে পাচ্ছেন মার্কিনীরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশ।

নিউইয়র্ক টাইমের দেয়া সর্বশেষ হিসেব অনুযায়ী,  ইলেকটোরাল ভোট পকেটে পুরেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পূর্ব-উপকূলীয় বেশ কয়েকটি রাজ্যে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত ইন্ডিয়ানায় প্রত্যাশিত জয় পেয়েছেন ট্রাম্প।

এ রাজ্যে ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে।  জয়ী হওয়া বাকি রাজ্যগুলোর মধ্যে আছে, আলাবামা, আরকানসাস, কেন্টাকি, মিসিসিপি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইয়োমিং, ক্যানসাস, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।

অন্যদিকে, ইলেকটোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কানেকটিকাট, ওয়াসিংটন, অরেগন, ক্যালিফোর্নিয়া, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ভারমন্ট, ভার্জিনিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও কলোরাডো অঙ্গরাজ্যে এগিয়ে আছেন তিনি।

এ নির্বাচনে আগাম ভোট দিয়েছেন রেকর্ড ১০ কোটির বেশি মার্কিন ভোটার।  প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও আগেভাগেই ভোট দিয়ে ফেলেছেন।

তবে ফলাফল নির্ধারণী সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুব কম। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অবশ্য পপুলার ভোট নয়, জয়-পরাজয় নির্ধারিত হবে ৫৩৮ ইলেকটোরাল ভোটে।  হোয়াইট হাউজের বাসিন্দা হতে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button