দেশবাংলা
নিখোঁজের একমাস পর প্রতিবন্ধী কিশোর উদ্ধার

পাবনায় নিখোঁজ হওয়ার একমাস পর, বাক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে,তাঁর বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী এ কিশোরকে পাবনা রেলষ্টেশন থেকে উদ্ধার করা হয়।
পরে পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হলে, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মরদানা গ্রামের নুরুল হুদা এসে নিজের ছেলে হিসেবে শনাক্ত করেন।