ধর্ষণ মামলায় চার্জ গঠনের ৩ দিনেই রায়

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায়, চার্জ গঠনের মাত্র ৩ দিনেই রায় দিয়েছে আদালত। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদের যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড এবং একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর ১ ধারায় এই রায় ঘোষনা করেন।
গত ৪ অক্টোবর আব্দুল কাদের মাদ্রাসায় তার নিজ কক্ষে ডেকে নিয়ে ঐ শিশুকে ধর্ষণ করে। পরে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করে সে। দণ্ডিত মঞ্জুরুল ইসলাম আনসারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের আব্দুল গণি আনসারির ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে ওই বছরের ৭ আগস্ট পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।