আন্তর্জাতিকএশিয়া
ব্যাংককে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

থাইল্যান্ডের ব্যাংককে পার্লামেন্ট ভবনের বাইরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
সংবিধান সংশোধন, রাজার ক্ষমতা হ্রাস ও প্রধানমন্ত্রী প্রাউত চান ওচার পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্টের ভেতরে সংবিধান সংশোধন ইস্যুতে আলোচনা চলছিলো।
এক পর্যায়ে পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ে। তবে গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে থাই পুলিশ।