দেশবাংলা
৩১ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে সিলেটের কয়েকটি এলাকায়

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ৩১ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকার পর অবশেষে নগরীর কিছু এলাকায় সরবরাহ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরী ও শহরতলির কিছু এলাকায় বিদ্যুৎ চলে আসে। পিডিবি’র ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরেফিন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিভিশন ১ ও ২ আওতাধীন নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে এখনও সকল স্থানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এ লক্ষ্যে কাজ চলছে।
এর আগে মঙ্গলবার সিলেটের কুমারগাঁও-১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিডের দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে।