আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
ভোট পুনঃগণনার আবেদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার, উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট আংশিক পুনঃগণনার আবেদন করেছে ডোনাল্ড ট্রাম্প শিবির।
স্থানীয় সময় বুধবার উইসকনসিনের দু’টি কাউন্টিতে ভোট পুনঃগণনার আবেদন জানানো হয়। ওই দুই কাউন্টিতে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প শিবির।
অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের চেয়ে ২০ হাজার ভোট বেশি পেয়ে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, যা এক শতাংশের কম। ভোটের ব্যবধান কম হওয়ায় উইসকনসিনের আইন অনুযায়ী ট্রাম্পের প্রচার শিবিরের মামলা করার অধিকার রয়েছে।
তবে নিজ খরচে ভোট পুনঃগণনার কার্যক্রম চালাতে হবে তাকে। এছাড়াও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনার জন্য মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির।