fbpx
দেশবাংলা

শেরপুরে মাস্ক না পরায় ৩৯ জনকে জরিমানা

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরের বাইরে বাধ্যতামূলকভাবে মাস্ক না পরার অভিযোগে শেরপুরে ৩৯জনকে ৯হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরে নিউমার্কেট, সজবরখিলা, খোয়ারপাড়, নতুন বাস টার্মিনাল এলাকায় আদালত অভিযান করে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিনামূল্যে তাদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে অভিযানে সিনিয়র সহকারি কমিশনার, ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার মিজানুর রহমান, মাহমুদুল হাসান, তামারা তাসবিহা, তাহমিনা তারিন, আকলিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ জানান, করোনা ভাইরাসের মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। করোনার দ্বিতীয় ওয়েভ রোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button